আগামী ২০ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমবে-বাড়বে বলে জানিয়েছেন আবাহাওয়াবিদ শাহনাজ সুলতানা ।
Published : 11 Dec 2024, 12:15 PM
ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় কনকনে শীত অনুভূত হলেও শৈত্য প্রবাহ আসতে আরও কয়েকদিন লাগবে।
অন্তত, ২০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা ওঠানামা চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
বুধবার উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে থার্মোমিটারের পারদ নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আগের দিনও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ হয় এই জেলায়।
কবে নাগাদ শৈত্য প্রবাহ আসতে পারে এমন প্রশ্নে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু হবে সেটা তো ওইভাবে বলা যায় না।
“তবে আগামীকাল অনেক শীত পড়বে। শৈত্যপ্রবাহ না থাকলেও এর কাছাকাছি তাপমাত্রা থাকবে। আগামী ২০ তারিখ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা, কমবে-বাড়বে।”
বুধবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।