ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফুদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আগামী ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ রেখেছেন বিচারক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 03:52 PM
Updated : 6 June 2023, 03:52 PM

কোরআন অবমাননার অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মঙ্গলবার মামলার বাদী অ্যাডভোকেট আলীম আল রাজীর জবানবন্দি গ্রহণ করেন।

সেইসঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ নভেম্বর পরবর্তী তারিখ রাখেন বিচারক।

বিদেশে অবস্থানের কারণে সেফুদার অনুপস্থিতেই এই মামলার বিচার চলছে। মামলায় বলা হয়, ২০১৯ সালের ৯ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফুদা ফেইসবুক লাইভে বিভিন্ন ‘আজেবাজে কথা বলে কোরআন অবমাননা’ করেন।

একইভাবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় লাইভে এসে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালিগালাজ’ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ‘কটূক্তি’ করেন।

এসব অভিযোগে ওই বছরের ২৩ এপ্রিল সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী।

আদালত সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তদন্ত শেষে ওই বছরের ১০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এসআই পার্থ প্রতিম ব্রহ্মচারী প্রতিবেদন দাখিল করেন।

ট্রাইব্যুনাল সেই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ২০২২ সালের ১৯ জানুয়ারি বিচারক সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আরও পড়ুন-

Also Read: ঢাকার আদালতে সেফুদার বিরুদ্ধে মামলা

Also Read: সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা