সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেইসবুক লাইভে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 08:25 AM
Updated : 2 Oct 2019, 08:25 AM

পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন পরোয়ানা জারির এ আদেশ দেন।

এ ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বুধবার জানান, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী গত ১০ সেপ্টেম্বর সেফুদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাকে গ্রেপ্তার করা গেল কি না তা আগামী ১৯ নভেম্বর পুলিশকে জানাতে বলেছে আদালত।

আলীম আল রাজী (জীবন) নামে ঢাকা বারের এক আইনজীবী গত ২৩ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, গত ৯ এপ্রিল বাদী ফেইসবুকে দেখতে পান যে, অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদা তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ‘কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের আজেবাজে কথা’ বলছেন এবং কোরআন ‘অবমাননা’ করছেন।

“এছাড়া তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় লাইভে এসে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছেন,” বলা হয়েছে অভিযোগে।