অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া এর নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সঙ্গে সাক্ষাতের বিশেষ সভায় অংশ নেন ওয়াকার-উজ-জামান।
Published : 19 Jan 2025, 01:01 AM
সশস্ত্র বাহিনীর চাকুরিরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাওয়া সুযোগ-সুবিধার পার্থক্য কমিয়ে আনার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া এর নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সঙ্গে সাক্ষাতের বিশেষ সভায় তিনি এ আশ্বাস দেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
মহাখালী ডিওএইচএসে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কমপ্লেক্সে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সংগঠনের নতুন কার্যনির্বাহী পর্ষদের সদস্যের সঙ্গে পরিচিতির পর রাওয়ার ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী ও সংগঠনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করা হয়।
পরে রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নেওয়া পদক্ষেপগুলো- বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, দাঁতের উন্নত চিকিৎসাসহ ৬১টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বাড়ানোর কথা তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সভায় সেনাপ্রধান বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তিসহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়া'র জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকুরির সুযোগ তৈরি করা এবং রেশন- রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
"তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়া মৃত মেজর জাহিদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।”
এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।