মাঝের এই সময়টায় তিনি কর্মরত ছিলেন বলে গণ্য হবে এবং সে অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
Published : 24 Sep 2024, 11:55 PM
প্রায় তিন বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে চাকরিতে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আবু আসাদকে অবসর দেওয়ার যে আদেশ ২০২১ সালের ৩১ মে জারি করা হয়েছিল, তা বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হল।
মাঝের এই সময়টায় তিনি কর্মরত ছিলেন বলে গণ্য হবে এবং সে অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।