রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
Published : 16 Dec 2024, 10:53 PM
বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪।
সোমবার রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডের দিকে এ ভূমিকম্প হয়।
ঢাকা থেকে ২০৮ কিলোমিটার উত্তরে মেঘালয়ের গারো পাহাড় এলাকায় ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সবশেষ ১৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়; রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ১।
মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে যাবে ঢাকার অর্ধেক ভবন: গবেষণা