রাতে রাহুল ও রাফি মোটরসাইকেলে করে বাউনিয়া বাঁধ এলাকার সি-ব্লকের বাসায় ফিরছিলেন।
Published : 28 Jun 2024, 03:56 PM
রাজধানীর মিরপুরের কালশী সড়কে ট্রাকের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দুই ভাই।
নিহতরা হলেন শাফিন ওরফে রাহুল (২৬) ও তার ছোট ভাই রাফি (১৬)।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের চাচা বিল্লাল হোসেন বলেন, রাতে রাহুল ও রাফি মোটরসাইকেলে করে বাউনিয়া বাঁধ এলাকার সি-ব্লকের বাসায় ফিরছিলেন।
“কালশী রোডের সুমাত্রা সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
“সেখান থেকে দুজনকে রাত একটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রাফিকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাফিও মারা যায়।”
ক্যান্টনমেন্ট থানার এসআই মো. শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। তাদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
তিনি জানান, জহিরুল ইসলাম পনিরের ছেলে রাহুল কুরিয়ার ডেলিভেরির কাজ করতেন। রাফি কিছু করতেন না।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে।