আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েক বিভাগে বৃষ্টি হলেও গরম কিছুটা বাড়বে বলে আভাস এসেছে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে।
Published : 06 Oct 2024, 02:09 PM
টানা কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে; ফলে দেশের চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েক বিভাগে বৃষ্টি হলেও গরম কিছুটা বাড়বে বলে আভাস এসেছে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে।
রোববার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপ যেটি ছিল, সেটি আর নেই। এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে গেছে। ফলে, সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে।”
এর আগে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপ কেটে যাওয়ায় বুধবার সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল থেকে শনিবার সন্ধ্যাতেই থেমে গেছে। আর মেঘের ফাঁকে রোদ উঠেছে রোববার সকাল থেকে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গেল ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া, নোয়াখালীর মাইজদীকোর্টে ১১৭, লক্ষ্মীপুরের রামগতিতে ৯৯, কুমিল্লায় ৭৯, সিলেটে ৭৪ এবং ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাথ নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে; ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।