মামলায় সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
Published : 25 Nov 2024, 06:54 PM
পুরান ঢাকার হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোববারের হামলা-ভাঙচুরের ঘটনায় যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সূত্রাপুর থানার এসআই এ কে এম হাসান মাহমুদুল কবীর রোববার এই মামলা করেন।
মামলার বিষয়টি সোমবার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে।
রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে' কর্মসূচির মধ্যে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, সূত্রাপুর থানাধীন বানিয়ানগর মোড়ে হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা প্রধান সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকজন মোটরসাইকেল চালক, রিকশাচালক ও পথচারীদের মারপিট করে।
হামলাকারীরা তখন পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এবং আর্মার্ড পুলিশ কার ভাঙচুর করে ক্ষতি সাধণ করে।
এজাহারে বলা হয়, “এ সময় ঢাকার লালবাগ ডিসি অফিসের কনস্টেবল মো. আশরাফুল ইসলামের নামে ইস্যুকৃত পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন আসামিরা জোরপূর্বক ছিনিয়ে নেয়।”
মোল্লা কলেজসহ অন্যান্য কলেজের সাত-আট হাজার ছাত্র ও দুষ্কৃতিকারীরা বানিয়ানগর মোড় থেকে রায় সাহেবের বাজার মোড় পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে এবং রাস্তার চলাচলরত গাড়ি ভাংচুর শুরু করে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, আসামিরা সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫২/ ৩৫৩/৩৭৯/৪২৭/৫০৬ সহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার অপরাধ করেছেন।
রোববারের হামলা ও লুটপাটের প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা যাত্রাবাড়ীতে গিয়ে মোল্লা কলেজে হামলা চালান।
সেখানে দুই ঘণ্টা ধরে ব্যাপক সংঘাতে আহত হন কয়েকশন শিক্ষার্থী। লুটপাট চালানো হয় মোল্লা কলেজে।