২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
আগের দিন প্রচারণা চলল ‘সুপার সানডে’ এর; পরদিন এর পাল্টায় এল ‘মেগা মানডে’। অনেক দূর থেকে দল দলে গিয়ে শিক্ষার্থীরা একে অপরের কলেজে হামলা চালিয়ে একে অপরকে রক্তাক্ত করেছে, আতঙ্ক ছড়িয়েছে চারপাশে।
মামলায় সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
সংঘাতে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এদিন বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
সংঘাত নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আগের দিনের ‘সুপার সানডে'র পাল্টায় এ কর্মসূচি দেওয়া হয়।