‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পর সংগঠনটির সাবেক এই নেতাকে গ্রেপ্তারের খবর এল।
Published : 24 Oct 2024, 02:32 AM
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় তাকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়।
তবে তাকে কি অভিযোগে, কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেসব তথ্য দেওয়া হয়নি বার্তায়।
‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পর সংগঠনটির সাবেক এই নেতাকে গ্রেপ্তারের খবর এল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে বার্তায় বলা হয়।
বছর দুয়েক আগে সংগঠনের সাবেক সভাপতি আল নাহিয়ান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের কমিটি নিয়ে নানা ধরনের মন্তব্য করে ইয়াজ বেশ আলোচনায় এসেছিলেন।