রাজউক চেয়ারম্যানকে হাই কোর্টে তলব

আদালতের আদেশ পালন না করায় তলবের এই আদেশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 11:35 AM
Updated : 16 May 2023, 11:35 AM

আদালতের আদেশ পালন না করায় রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাকে তলব করেছেন হাই কোর্ট।

নিকুঞ্জের বাসিন্দা এক ব্যক্তির আবেদনে মঙ্গলবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রাজউক চেয়ারম্যানকে আগামী ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ না মানার কারণ ব্যাখ্যা করতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম রসূল।

আইনজীবীরা জানান, প্লট সংক্রান্ত জটিলতার কারণে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন রাজউকের নিকুঞ্জ প্রকল্পের বাসিন্দা খালিদ মাহমুদ। শুনানি নিয়ে ওই প্লটের বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হাই কোর্ট।

সেই প্রতিবেদন না আসায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন বাদী। সেই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাই কোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করল।