দ্রুত দাবি না মানলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকি।
Published : 13 Aug 2024, 05:06 PM
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাদের অপসারণসহ দুই দফা দাবিতে মহাখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন।
এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকে অবস্থান নিয়েছে সংগঠনটির সদস্যরা। দ্রুত এসব দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আওয়ামীপন্থি কর্মকর্তারা চাপের মুখে আছেন, যাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকও আছেন।
মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এতদিন বঞ্চিত চিকিৎসকদের একটা অংশ ঢাকায় আসেন।
তাদের দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ‘দুর্নীতিবাজ’ সব কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে। অবৈধভাবে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন পাওয়াদের আদেশ বাতিল করতে হবে।
আন্দোলনকারীদের ভাষ্য, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য অধিদপ্তরে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে কর্মকর্তারা বিক্রি হয়ে অবৈধ নিয়োগ-পদোন্নতি দিয়েছে। তাই তারা এসব কর্মকর্তার অপসারণ চান।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব উম্মে তানিয়া নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত সরকারের আমলে দুই দফায় ৪১৩৩ চিকিৎসক নিয়োগ দেওয়া হয় অ্যাডহক ভিত্তিতে। তাদের মধ্যে বিভিন্ন সময় বিসিএস উত্তীর্ণ হয়েছেন অনেকে। এখনও অ্যাডহক হিসেবে আছেন ১৯৮৯ জন চিকিৎসক। তাদের বিভিন্ন সময় পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।”
ডা. নাসরিন বলেন, “অ্যাডহক নিয়োগ ছিল- ওটা সম্পূর্ণ রাজনৈতিক। বিগত সরকারের সময়ই অস্থায়ী নিয়োগ স্থায়ী করা হয়েছে, তাদের পদোন্নতি করা হয়েছে। অস্থায়ী চুক্তিতে থেকেই অনেক বড় বড় পদে চলে গেছে- এটা কোনোভাবেই হতে পারে না।
“বিসিএস ফেল করেও ক্যাডার হয়েছে- এটা সম্পূর্ণ অবৈধভাবে; কোটি কোটি টাকার বাণিজ্যের মাধ্যমে এসব করা হয়েছে। আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন যেহেতু একটা পরিবর্তন হয়েছে, আমরা আমাদের দাবি আবার জানাচ্ছি।”