অসুস্থ সুরাইয়া মানসিক বিষণ্নতা থেকে আত্মহত্যা করতে পারেন, ধারণা পুলিশের।
Published : 31 Dec 2024, 11:53 PM
ঢাকার জিগাতলার একটি বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে থাকা এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জিগাতলার হিলটন মোহাম্মদ আলী টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন হাজারীবাগ থানার থানার এসআই মেহেদী হাসান।
৫১ বছর বয়সী কাজী সুরাইয়া সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস শাখার এজিএম ছিলেন। তিনি সাভারের জালেশ্বর এলাকার কাজী মুরাদের মেয়ে। জিগাতলার বাসায় মা ও একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন।
এসআই মেহেদী বলেন, “বেশকিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মানসিক বিষণ্নতা থেকে আত্মহত্যা করতে পারেন। অন্য কোনো কারণ রয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”
গত মে মাসে সুরাইয়া স্ট্রোক হওয়ার তথ্য দিয়ে তার ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, “তারপর থেকেই সুরাইয়া অসুস্থ। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে।”
মামুনের ভাষ্য, “দুপুর সাড়ে ১২টার দিকে সবার অগোচরে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে দেখতে পেয়ে হাজারীবাগ থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।”
লাশের ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।