ছিনতাইকারী ও গাড়ির সন্ধানে নেমেছে পুলিশ।
Published : 06 Oct 2023, 12:31 AM
রাজধানীতে ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
পুলিশ বলছে, মঙ্গলবার রাত ১২টার দিকে আসাদ গেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখান থেকে ছিনতাইকারীর পিছু নেওয়া তাজুল ইসলাম (৩২) গাড়িচাপা পড়েন মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসাদ গেট এলাকায় গাড়িতে থাকা মানিকগঞ্জ সদরের পৌর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাসের মোবাইল ছিনতাইকারীরা টান মেরে নিয়ে যায়।
“সঙ্গে সঙ্গে আরশেদ আলীর ভাগ্নে তাজুল গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন।”
ছিনতাইকারীকে ধরতে গিয়েই তাজুল একটি গাড়ির চাপায় প্রাণ হারান জানিয়ে তেজগাঁও জোনের সরকারী কমিশনার ইমরান হোসেন বলেন, “কোন গাড়ির চাপায় তাজুল ইসলাম মারা গেছেন সেটা চিহ্নিত করা যায়নি।”
ছিনতাইকারী ও তাজুলকে চাপা দেওয়া গাড়ির সন্ধানে নেমেছে পুলিশ।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid02ifHYGTteWDP6S9pwLBgSPcdJvxEW6ssHksbSeRyfnYFjrDc7qn3j1DepqMu6d51sl