কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুর পর বর্তমান সহসভাপতিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
Published : 13 Jan 2024, 07:40 PM
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন বিচিত্রা তির্কী।
কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুর পর শনিবার বর্তমান সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার সংগঠনটির প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার রাত ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৬ বছরে মারা যান রবীন্দ্রনাথ সরেন।
শনিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে রবীন্দ্রনাথের বাড়িতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় বিচিত্রা তির্কী ছাড়াও পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে ও বাসন্তী মূর্মূ, সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সহসাধারণ সম্পাদক বিমল খালকো, দপ্তর সম্পাদক নকুল পাহান, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সম্পাদকমণ্ডলীর সদস্য অজিত কুমার মুন্ডাসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: