দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান।
Published : 09 Jun 2024, 05:45 PM
সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
রোববার রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ওই পদে থাকাকালে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান।
হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮১ সালের ২১ অগাস্ট তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন।
১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাই কোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৯ সালে হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর।
হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। বিচারক হিসেবে সুপ্রিম কোর্টে যোগ দেওয়ার আগে ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।