নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই ডজন দপ্তরে সচিব পদে রদবদল আনা হয়েছে।
Published : 02 Sep 2024, 07:54 PM
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ২৫ দিনের মাথায় প্রথমবারের মত সচিবদের নিয়ে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়) এই বৈঠক শুরু হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন সহকারী সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিব সভার সময় ঠিক করা হয়েছে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনদিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ৮ অগাস্ট নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই ডজন দপ্তরে সচিব পদে রদবদল আনা হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজনখানেক কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে।
প্রশাসনে আগের সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ শাসনামলে বাঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচজন অতিরিক্ত সচিবকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে।