এর আগে ২০০৯ সালে কয়েক দিন বিমানের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
Published : 19 Aug 2024, 09:11 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে বলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এর আগে নবম সংসদে ২০০৯ সালে আওয়ামী সরকার গঠন করলে নিয়োগ পাওয়ার ১৯ দিনের মাথায় বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় মুয়ীদ চৌধুরীকে। তার জায়গায় তখন নিয়োগ পেয়েছিলেন বিমানবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন আহম্মেদ।
১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকেন। ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন মুয়ীদ চৌধুরী।
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসায় আওয়ামী লীগ সরকারের পতন হলে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর ফের বিমানের চেয়ারম্যান হলেন তিনি।
পুরনো খবর-