অবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী

আরেকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শামীমকে এদিন আদালতে আনা হয়; তবে জামিনে থাকা তার মা আয়েশা আক্তার আদালতে ছিলেন না।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2023, 05:42 PM
Updated : 9 Jan 2023, 05:42 PM

বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী।

সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালত দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের সাক্ষ্য রেকর্ড করে আগামী ১২ ফেব্রুয়ারি জেরার দিন রাখেন।

এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।

রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল; শাহীনুর ইসলাম অনি ছিলেন আসামিপক্ষে।

এদিন জি কে শামীমকে কারাগার থেকে আদালতে আনা হয়; তবে তার মা হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকে এই মামলায় আদালতে আসছেন না বলে জানান আদালতের পেশকার বেলাল হোসেন।

গত বছরের ১৮ অক্টোবর এই আদালতেই অভিযোগ গঠন করা হয়েছিল।

এর আগে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন মো. সালাহউদ্দিন; ২০১৯ সালের ২১ অক্টোবরে দায়ের করা মামলাটির তদন্তের দায়িত্বেও রয়েছেন এই কর্মকর্তা।

সরকারের তালিকাভুক্ত ঠিকাদার গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। অভিযোগপত্রেও ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে জড়িত থাকার কথা বলছে সংস্থাটি।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার নিকেতনের বাসা ও অফিসে অভিযান চালিয়ে শামীম ও তার ৭ দেহরক্ষীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ১৬৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রশিদ, নগদ প্রায় এক কোটি ৮০ লাখ টাকা ও সিঙ্গাপুরের ডলার ও বিদেশি মদ জব্দ করা হয়।

পরে গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় ঢাকার আরেকটি ট্রাইব্যুনালে জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

Also Read: জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগপত্র অনুমোদন

Also Read: অস্ত্র মামলায় জি কে শামীম ও দেহরক্ষীদের যাবজ্জীবন

Also Read: জি কে শামীমের অফিসে বিপুল টাকা, মদ, অস্ত্র