নিজের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।
Published : 22 Jun 2014, 11:57 PM
রোববার রাত সাড়ে ৮টার দিকে এই আইনজীবী জিডি করেন বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তুরিন গত ১২ জুন ছুটিতে গিয়েছিলেন। ছুটি শেষে রোববার কার্যালয়ে ফিরে তার কম্পিউটারের তার, কি বোর্ড, মাউস ও মনিটরসব সব কিছু এলোমেলো দেখতে পান বলে জানিয়েছেন তিনি।
জিডিতে বলা হয়েছে, ওই কক্ষে আরো দুজন প্রসিকিউটর থাকলেও শুধু তার কম্পিউটার এলোমেলো ছিল। তাই তার সন্দেহ, তার কম্পিউটার থেকে কোনো নথি বা তথ্য খোয়া গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে বিভক্তি নিয়ে আলোচনার মধ্যেই তুরিন আফরোজ এই জিডি করলেন।
বেশ কিছুদিন ধরে প্রসিকিউশনের ভেতরে রেষারেষির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হকও স্বীকার করেছেন।