ভারতীয় বাহিনীর উপস্থিতির খবর বানোয়াট: সরকার

ফেইসবুকসহ ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতি সংক্রান্ত ‘বানোয়াট’ তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হতে বলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2014, 12:32 PM
Updated : 16 Jan 2014, 12:32 PM

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, “সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকসহ ইন্টারনেটে বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট।

“এতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মধ্যকার কিছু কাল্পনিক যোগাযোগ উদ্ধৃত করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এসব তথ্যের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসের সম্পৃক্ততা নেই দাবি করে তথ্য বিবরণীতে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।