আপিল বিভাগে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
Published : 13 Mar 2013, 07:15 AM
যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি বিচারক হিসাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যোগ দেন। এক যুগেরও বেশি সময় সেই দায়িত্ব পালনের পর ২০০৭ সালে অবসরে যান। তবে এরপরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত রয়েছেন তিনি।
রাষ্ট্রপক্ষের হয়ে আপিল বিভাগে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য তাকেই বেছে নিয়েছে আইন মন্ত্রণালয়।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এ পর্যন্ত তিনটি মামলার রায় এসেছে।
এর মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামি দুই পক্ষই আপিল করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আপিল শুনানির জন্য ৩১ মার্চ দিন রেখেছে।
এছাড়া ট্রাইব্যুনালের প্রথম রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির রায় দেয়া হয়। কিন্তু তিনি পলাতাক থাকায় এবং আইন অনুযায়ী আত্মসমর্পণ করে রায়ের ৩০ দিনের মধ্যে আবেদন না করায় তিনি আপিলের সুযোগ পচ্ছেন না।
সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।