এসএসসি পরীক্ষা আবার পেছাল

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে জামায়াতে ইসলামী হরতাল ডাকার পর বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

শহীদুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2013, 06:55 AM
Updated : 27 Feb 2013, 11:53 AM

আগামী ৮ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পযর্ন্ত এই পরীক্ষা হবে বলে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় হবে বৃহস্পতিবার। এদিনই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে সাধারণ বিজ্ঞান ও সমাজিক বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে সামাজিক বিজ্ঞান ও জীব বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

এর আগে এবারের এসএসসি ও সমমানের দুটি পরীক্ষা হরতালের কারণে পেছানো হয়।

এদিকে বৃহস্পতিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠেয় পরীক্ষা একদিন পেছানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার অনার্স দ্বিতীয় বর্ষ-২০১১ ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষা হওয়ার কথা ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো.বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষাগুলো পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় হবে।