দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী ও কলেবর বৃদ্ধি উপলক্ষ্যে চট্টগ্রামে শোভাযাত্রা করেছে স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2012, 07:31 AM
Updated : 23 Nov 2012, 07:31 AM
চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকী ও কলেবর বৃদ্ধি উপলক্ষ্যে চট্টগ্রামে শোভাযাত্রা করেছে স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।
শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সুপ্রভাত বাংলাদেশ কর্তৃপক্ষ এবং তাদের পাঠক সংগঠন ‘সুপ্রভাত সুহৃদ’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মনজুর আলম বলেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত নতুন ধারার এ সংবাদপত্রটি নানা কর্মকা-ের মাধ্যমে বন্দরনগরীর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
চট্টগ্রামের নানামুখী উন্নয়ন কর্মকা-ে পত্রিকাটির বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে এর সমৃদ্ধি কামনা করেন তিনি।
এছাড়া বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, নগর সম্পাদক এম নাসিরুল হক, সহকারী সম্পাদক সুভাষ দে, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক বালাগাত উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুম আহমেদ, পাঠক সংগঠন সুপ্রভাত সুহৃদের বিভাগীয় সম্পাদক কামরুল হাসান বাদলসহ দৈনিকটির প্রতিবেদক, সহ-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
আট বছরে পা দেয়া রঙিন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ আগামী ৭ ডিসেম্বর থেকে আট পৃষ্ঠার পরিবর্তে প্রতিদিন বার পৃষ্ঠায় প্রকাশিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠকের চাহিদার কথা বিবেচনা করেই এ সংবাদপত্রটি প্রতিদিন বার পৃষ্ঠায় প্রকাশিত হবে। এতে চট্টগ্রামের বিভিন্ন খবর আরও বেশি করে গুরুত্ব পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯২০ ঘ.