ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিতর্কিত ৮৫ উপজেলা নির্বাচনী কর্মকর্তার ওপর সরকার নজর রাখছে।
তিনি বলেন, "উপজেলা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিএনপি দলীয়করণ করেছিলো। তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলো। তারা মামলা করে আবার চাকরি ফিরে পেয়েছে।
"আমরা তাদের দিকে নজর রাখছি। তাদের কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।"
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
২০০৫ সালে চারদলীয় জোট সরকার ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে ২০০৭ সালের মে মাসে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।
পরীক্ষায় এই ৮৫ জন কর্মকর্তা অকৃতকার্য হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
স