সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা সিএসওর

হিন্দুদের ওপর সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানিয়েছে এনজিও ও নাগরিক সংগঠনগুলোর জোট সিএসও অ্যালায়েন্স (সিএসও)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 12:45 PM
Updated : 21 Oct 2021, 12:45 PM

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিএসও বলেছে, সাম্প্রদায়িক হামলার এসব ঘটনার দ্রুত প্রতিকার চায় তারা।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দুসম্প্রদায়ের ঘর-বাড়িতে আগুন দেওয়াসহ নানাবিধ সহিংসতার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত ঘৃণ্য অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনার ওপর এটা একটা বড় আঘাত।“

“বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। উন্নয়নের নানা সূচকে আমাদের অব্যাহত অগ্রগতির দাবি সত্ত্বেও এ ধরনের অশুভ তৎপরতা ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক।“

দুর্গা পূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর গত কয়েক দিনে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

সিএসও এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে।

তাদর বিবৃতিতে বলা হয়, “আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগ ও পূর্বপ্রস্তুতি থাকার দাবি সত্ত্বেও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে তাদের দুর্বলতা ও সক্ষমতার অভাবকে দৃশ্যমান করে তুলেছে।

“এ ঘটনাগুলোর পরম্পরায় এটা স্পষ্ট যে, কিছু চিহ্নিত উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে ধর্মকে পুঁজি করে এ ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমরা চাই অতিসত্বর এসব ধর্ম ব্যবসায়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করা হোক।“

সিএসও জোটের আহ্বায়ক রাশেদা কে চৌধুরী, বাপা সভাপতি সুলতানা কামালসহ জোটভুক্ত এনজিও ও নাগরিক সংগঠনগুলোর প্রধানরা এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।