ভিওআইপি ব্যবসায় জড়িত অভিযোগে ঢাকায় ৪ জন গ্রেপ্তার

ঢাকার ফকিরাপুলে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 07:43 PM
Updated : 23 Sept 2021, 07:43 PM

বৃহস্পতিবার র‌্যাবের এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আমির হামজা (৩৩), আলমগীর হোসেন (৪৫), শামীম মিয়া (২৯) ও সাগর মিয়া (২৭)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ আন্তর্জাতিক কলিং কার্ড পাওয়া গেছে, তা যদি ব্যবহার হত তাহলে সরকার আনুমানিক সাড়ে ১৯ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হত।”

তাদের কাছ থেকে ভিওআইপিতে ব্যবহৃত দুটি কম্পিউটার, কাগজ কাটার মেশিন, চারটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ৭-৮ বছর ধরে এই ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলাও রয়েছে।