মুগদায় ‘কিশোর গ্যাংয়ের’ ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে দুটি ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 10:02 AM
Updated : 23 June 2021, 10:50 AM

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার কিশোরেরা ‘চাঁন-জাদু’ ও ‘ব্যান্ডেজ’ নামে দুটি গ্যাংয়ের সদস্য। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“এরা বিভিন্ন অনলাইন গেইমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ দেয় এবং চুরি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত।”

আবদুল আহাদ জানান, মতিঝিল এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘চাঁন জাদু’ গ্রুপ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের সদস্যদের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

“তারা গ্যাং কালচারের নামে পরিবারে এবং সমাজে বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করছে। দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার কিশোরেরা বিভিন্ন স্থানে মারামারিতে লিপ্ত হত। রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করত।

দুটি গ্যাংয়ের গ্রেপ্তার ৫ সদস্যের বিরুদ্ধে মুগদা থানায় আলাদা দুটি মামলা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার।