গুলশানে ‘ভবন থেকে পড়ে’ নারীর মৃত্যু

ঢাকার গুলশানে একটি ভবনে সুইমিংপুলের পাশ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ‘উপর থেকে নিচে পড়ে গেছেন’ বলে পুলিশের ভাষ্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 03:35 PM
Updated : 14 June 2021, 08:11 PM

সোমবার দুপুরে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি থেকে ইসরাত জেবিন মিতু নামের ২৭ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মামুন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ তলা ওই ভবনের উপর থেকে তাকে নিচে পড়তে দেখা যায়। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মিতু কীভাবে পড়ে গেলেন, সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে।"

গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মিতুর স্বামী নাইম আহম্মেদের পরিবার আরপি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানির মালিকানায় রয়েছে। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে মিতুর।

মৃতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি জানিয়ে অতিরিক্ত উপ কমিশনার মামুন মোস্তফা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।