করোনাভাইরাস: ভারতের সঙ্গে চলাচল আরও দুই সপ্তাহ বন্ধ

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় মধ্যে প্রতিবেশী দেশটির সঙ্গে আরও দুই সপ্তাহ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 02:43 PM
Updated : 8 May 2021, 02:45 PM

বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করা করোনাভাইরাসের ভারতীয় একটি ধরন বাংলাদেশেও শনাক্ত হওয়ার পর শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফী বিনতে শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”আগের সময়ের সঙ্গে আরও দুই সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”

এর আগে ২৫ এপ্রিল ভারতের সঙ্গে দুই সপ্তাহ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার, রোববার সন্ধ্যা ৬টায় ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

মাশফী বিনতে শামস জানান, ভিসার মেয়াদ শেষ হতে চলা বাংলাদেশিদের ফেরা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সিদ্ধান্ত আগের মতোই থাকবে। অর্থাৎ শর্ত মেনে তারা আসতে পারবেন।