মতিঝিলের আরেক মামলায় মাদানী রিমান্ডে

মতিঝিল থানার আরেকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে সাত দিন জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 12:47 PM
Updated : 22 April 2021, 12:47 PM

বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান ভার্চুয়াল শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য জানান।

এ নিয়ে মাদানীর বিরুদ্ধে দেশের কয়েকটি জায়গায় করা মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত।

ইসলামী দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় মাদানীর বয়স ২৫ বছর হলেও আকার-আকৃতির জন্য তাকে ‘শিশু বক্তা’ বলে ডাকেন তার ভক্তরা।

বৃহস্পতিবার রিমান্ড শুনানিকালে কাশিমপুর কারাগারে আটক থাকা মাদানীকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার বুধবার এই মামলার আসামী মাদানীকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদনান শান্ত নামের এক ব্যক্তি মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

বুধবার মতিঝিল থানার নাশকতার মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একই বিচারক।

এছাড়া বুধবার পৃথক মামলায় গাজীপুরের একটি আদালত দুই দিনের এবং ময়মনসিংহের একটি আদালত এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।

এর আগে গাজীপুরের একটি আদালত গাছা থানার মামলায় ১৮ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাবের একটি দল।