গুলশানে ভবনে বিস্ফোরণ, একজনের মৃত্যু

ঢাকার গুলশানের একটি ভবনে হঠাৎ বিস্ফোরণে একজনের মৃত্যু এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 09:11 AM
Updated : 13 Jan 2021, 09:41 AM

গুলশান-২ এর ৯৩ নম্বর রোডে এমপোরি ফাইনানশিয়াল সেন্টার নামের ওই বহুতল ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

“প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও ডাকা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।”

বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণে একজন মারা গেছেন। আরও ছয়জন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, নিহতের নাম আজিজুল হক, বয়স ত্রিশের বেশি। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন তিনি।

বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। ফেইসবুকে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ভবনের নিচতলার কাচ ভেঙে গেছে এবং লোহার গ্রিল দুমড়ে মুচড়ে ছিঁড়ে গেছে।

বিস্ফোরণের পর ওই ভবনের সামনে কৌতুহলী জনতার ভিড় জমে। পুলিশ সাময়িকভাবে সেখান দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি গাড়ি সেখানে গেছে। বিস্ফোরণে কারণ তারা এখনও জানতে পারেননি।