গুলশানে ভবনে বিস্ফোরণ, একজনের মৃত্যু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 03:11 PM BdST Updated: 13 Jan 2021 03:41 PM BdST
ঢাকার গুলশানের একটি ভবনে হঠাৎ বিস্ফোরণে একজনের মৃত্যু এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
গুলশান-২ এর ৯৩ নম্বর রোডে এমপোরি ফাইনানশিয়াল সেন্টার নামের ওই বহুতল ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের বারিধারা শাখা রয়েছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণে একজন মারা গেছেন। আরও ছয়জন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিহতের নাম আজিজুল হক, বয়স ত্রিশের বেশি। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন তিনি।
বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। ফেইসবুকে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ভবনের নিচতলার কাচ ভেঙে গেছে এবং লোহার গ্রিল দুমড়ে মুচড়ে ছিঁড়ে গেছে।
বিস্ফোরণের পর ওই ভবনের সামনে কৌতুহলী জনতার ভিড় জমে। পুলিশ সাময়িকভাবে সেখান দিয়ে চলাচল বন্ধ করে দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি গাড়ি সেখানে গেছে। বিস্ফোরণে কারণ তারা এখনও জানতে পারেননি।
-
বংশালে আগুনে পুড়ল ব্যাটারির দোকান
-
চতুর্থ শিল্প বিপ্লবেও পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
-
টিকা পেতে আরও উৎসের খোঁজে সরকার
-
সারা জীবনের দুঃখ ঘুচে মিলছে তাদের মাথা গোজার ঠিকানা
-
গুলি করে হত্যা: ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- রান তাড়ায় এগোচ্ছে বাংলাদেশ
- গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান