শ্রমিক লীগ নেতা মন্টুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 08:06 AM
Updated : 20 Nov 2020, 08:06 AM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফজলুল হক মন্টুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় মৃত্যু হয় ফজলুল হক মন্টুর। তার বয়স হয়েছিল ৭১ বছর।

 শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু জানান, পড়ে গিয়ে পায়ে ব্যথা নিয়ে অক্টোবরের ২৩ তারিখ স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্টু। তিন দিনের মাথায় তার করোনাভাইরাস পজিটিভ আসে।

“কয়েক দিন পর করোনাভাইরাস থেকে তিনি মুক্ত হয়েছিলেন। কিন্তু ফুসফুসে নানা জটিলতা দেখা দিলে ১২ দিন আগে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ ভোরে তিনি মারা যান।”