ওয়ালটনের মালামাল লুট: দুইজন ফের রিমান্ডে

রাজধানীর পান্থপথে ওয়ালটনের টিভি, রেফ্রিজেরেটর ডাকাতির ঘটনায় সুমন ও রানা নামের দুই আসামির ফের দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 04:45 PM
Updated : 7 July 2020, 04:45 PM

প্রথম দফা রিমান্ড শেষে মঙ্গলবার তাদের ঢাকার হাকিম আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সুমন চন্দ্র শীল।

শুনানি শেষে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল দুই আসামিকে ফের দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. জাফর হোসেন জানান, রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে গত ৫ জুলাই এ দুই আসামিকে এক দিন করে রিমান্ডে পাঠিয়েছিল আদালত। ওই দিন সাথী বেগম নামে আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে রবিউল ইসলাম নামের একজন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।

গত ২৩ জুন মধ্যরাতে পান্থপথে ওয়ালটনের (এসটি) বিক্রয় কেন্দ্রের সামনে থেকে পাঁচটি এলইডি টিভি এবং ২৪টি রেফ্রিজেরেটরবোঝাই একটি পিকআপ ভ্যানে ডাকাতি হয়। ওয়ালটনের ওই বিক্রয়কেন্দ্রের ম্যানেজার রানা মিয়া পরদিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।