ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় বাড়ল

বকেয়া এবং চলতি বছরের অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় এক মাস বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 10:46 AM
Updated : 9 April 2020, 10:48 AM

আগামী ১৩ মে পর্যন্ত এই কর পরিশোধ করা যাবে বলে বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া এবারের ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

প্রচলিত বিধি অনুযায়ী বাংলা সালের ৩০ চৈত্র অর্থাৎ ১৩ এপ্রিলের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সংক্রমণ প্রতিরোধে সরকার জরুরি সেবা ছাড়া অফিস-আদালত বন্ধ রেখেছে। মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি কিছু এলাকা লকডাউনও করা হয়েছে।

“এ অবস্থায় নাগরিকদের সুবিধার্থে এবারের ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে।”