হালকা বৃষ্টির আভাস

ফাল্গুনের শুরুতে তাপমাত্রা বাড়ছে; আগামী দুদিন হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 05:48 PM
Updated : 24 Feb 2020, 05:53 PM

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রাজশাহীর বদলগাছী ও সিলেটে এদিন হালকা বৃষ্টিও হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।

রাজধানীতে চলছে অমর একুশে গ্রন্থমেলা; ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত  এ মেলা চলবে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে বইমেলা বিঘ্নিত হওয়ার শঙ্কা নেই বলে জানান আবহাওয়াবিদ রশীদ।

তিনি বলেন, “আগামী দুদিন এমন আবহাওয়া থাকবে। বড় ঝড়ো হাওয়ার শঙ্কা নেই, ভারি বর্ষণেরও শঙ্কা নেই। কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। তবে বইমেলায় সমস্যা হওয়ার শঙ্কা দেখছি না।”