শীত বিদায়ের পদধ্বনি

মাঘ মাসের আর সপ্তাহখানেক বাকি; শীতের আমেজও ধীরে ধীরে কমছে। পাতা ঝরার দিন শুরুর সঙ্গে সঙ্গে বিদায় নেবে শীত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 04:00 PM
Updated : 5 Feb 2020, 05:45 PM

বুধবার ২২ মাঘ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায়। রংপুর বিভাগের ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

তবে দুয়েক দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে শীতের আমেজ কেটে যাবে এবং চলতি মাসের দ্বিতীয়ার্ধে শীতের বিদায়ও ঘটবে বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র সামান্য কমতে পারে।

আবহওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। এরই মধ্য দিয়ে শুক্রবার থেকে কেটে যাবে শৈত্যপ্রবাহ। ৭-৮ ফেব্রুয়ারির দিকে খুলনা-বরিশালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।”

১০-১১ ফেব্রুয়ারির দিকে তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে, তবে শীতের আমেজ আর তেমন থাকবেন না বলে মনে করছেন আবহওয়াবিদ নাজমুল হক।

“ওই সময় রোদেলা আবহাওয়া মিলবে, দিনের দৈর্ঘ্য আরও বাড়বে। এখন শুধু শীত বিদায়ের পদধ্বনি।”

ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের দ্বিতীয়ার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন শিলাবৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।