আগামীতে ভোট ঘোষণা হোক পূজার তারিখ জেনে: পূজা কমিটি

ভোট পেছানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতে পূজার তারিখ জেনে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 06:27 PM
Updated : 24 Jan 2020, 06:27 PM

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে ‘পরিবার দিবস’ শীর্ষক এক অনুষ্ঠানে কমিটির নেতারা বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে নির্বাচন কমিশন ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে।

৩০ জানুয়ারি ভোটের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই দিন সরস্বতী পূজা হওয়ায় সমালোচনা ও আন্দোলনের মুখে পড়ে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

‘অভাবের সুযোগ নিয়ে’ দরিদ্রদের ধর্মান্তরিত না করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন,  “এমন সাম্প্রদায়িকতা চাই না। এক ধর্মের মানুষ অন্য ধর্ম যাক, তাও চাইনা ।”

দরিদ্র্য জনগোষ্ঠীকে সহযোগিতায় সমাজের বিত্তবানদের আহ্বানও  ‌জানান তিনি।

অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনে মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য, ব্যাংকার  দিলীপ দাশগুপ্ত ও ক্রীড়াবিদ অমলেশ সেনকে (মরণোত্তর) গুণীজন সম্মাননা দেওয়া হয়।