মহাসমাবেশের ঘোষণা জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

পদোন্নতির ক্ষেত্রে চাকরির বয়স বিবেচনায় নেওয়াসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2019, 09:46 AM
Updated : 18 Oct 2019, 09:46 AM

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে বলেন, সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি না মানলে ২৬ ডিসেম্বর ঢাকায় সেই মহাসমাবেশ হবে।

তাদের দাবিগুলো হল- পদোন্নতির ক্ষেত্রে কার্যকর চাকরিকালের ৫০% ভিত্তিতে গ্রেডেশন তালিকা প্রণয়ন, প্রধান শিক্ষকদের টাইমস্কেল ও উচ্চতর বেতন স্কেল দেওয়া এবং বাদপড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্তি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “ঘাপটি মেরে থাকা জামায়াত-বিএনপির কিছু সংখ্যক প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী বিধিমালার ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে আসছে।”

এর ফলে জাতীকরণকৃত শিক্ষকদের মধ্যে হতাশা ও প্রাথমিক শিক্ষায় ‘অস্থিরতা’ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “সংকটময় এ মুহূর্তে জাতীয়করণকৃত বিদ্যালয় শিক্ষকদের চারটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই মহাজোট গঠন করেছে।”

অন্যদের মধ্যে এই মোর্চার উপদেষ্টা মৃগেন্দ্র মোহন সাহা, প্রধান সমন্বয়কারী আবদুর রহমান বাচ্চু, সমন্বয়ক শেখ আব্দুস ছালাম, সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক মহিউদ্দিন খন্দকার, সমন্বয়ক আব্দুল গফুর, যুগ্ম সমন্বয়ক আলী আককাছ, যুগ্ম সমন্বয়ক মীর গিয়াস উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।