কাফরুলের বাসায় স্ত্রী-পুত্রসহ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 10:37 AM
Updated : 10 Oct 2019, 10:42 AM

এরা হলেন- বায়েজিদ, তার স্ত্রী অঞ্জনা ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ১০/১ নম্বর বাড়ির তিন তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ডিএমপির মিরপুর জোনের সহকারি কমিশনার খায়রুল আমীন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বায়েজিদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। অন্যদের লাশ বিছানায় পড়ে ছিল।”

বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, স্বজনরা ফোন দিয়ে তাদের না পেয়ে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।

ওই বাসায় পাওয়া একাধিক চিরকুট পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “বায়েজিদ ব্যবসা করতেন। কিন্তু নানা কারণে ব্যবসায় লস হচ্ছিল। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা দেয়।

“আমরা ধারণা করছি বুধবার রাতের কোনো একসময় স্ত্রী ও সন্তানকে খবারের সাথে কিছু মিশিয়ে হত্যা করে বায়েজিদ আত্মহত্যা করেন।”