গ্রেপ্তার আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ চললেও তার সাত দেহরক্ষীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 26 Sep 2019, 09:39 PM
গত ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের নিকেতনে জিকে শামীমের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করেছিল র্যাব।
ওই কার্যালয় থেকে অস্ত্র ও কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় অস্ত্র ও মাদক আইনে যে দুটি মামলা করা হয়েছিল, তাতে জিকে শামীমের পাশাপাশি সাত দেহরক্ষীকেও আসামি করা হয়। মাদকের মামলাটি হয় শুধু শামীমের বিরুদ্ধে।
অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সাত দেহরক্ষীকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক।
মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, “জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যাদি মামলার তদন্তকাজে যথেষ্ট সহায়ক হবে। তাদের দেওয়া তথ্য ও নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা আছে।”
গ্রেপ্তার জিকে শামীম
আসামিদের পক্ষে তাদের আইনজীবী আবদুর রহমান হাওলাদারসহ কয়েকজন জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী রোববার জামিনের আবেদনের শুনানির তারিখ ঠিক করে দেন।
তারা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
জিকে শামীমের বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেছেন, তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ এখনও চলছে।
এদিকে জিকে শামীমের দেহরক্ষীদের মুদ্রা পাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।