ফের বসার দাবিতে পুলিশকে হকারদের স্মারকলিপি

পুরান ঢাকার উচ্ছেদ হওয়া হকাররা ফের বসতে দেওয়ার দাবিতে পুলিশের লালবাগের উপ-কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2019, 01:04 PM
Updated : 23 Sept 2019, 01:04 PM

সোমবার দুপুরে বাহাদুর শাহ পার্কে সমাবেশ করেন হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা।

সেখান সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবির হঁশিয়ার করে দিয়ে বলেন, হকারদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির মাধ্যমে পুরান ঢাকা অচল করে দেওয়া হবে।

সমাবেশ শেষে পুলিশের লালবাগের উপ-কমিশনারের কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে বের হন তারা। তবে জজ কোর্ট এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।

পরে হকার্স ইউনিয়নের একটি প্রতিনিধি দল লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে আসেন।

স্মারকলিপিতে হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা প্রণয়ন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ করা, হকারদের দমন-পীড়ন নির্যাতন বন্ধ করা, হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে।

পুলিশের লালবাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হকার্স ইউনিয়ন আমাদের স্মারকলিপি দিয়েছে। ওরা বিভিন্ন দাবি দাওয়া জানিয়েছে। আমরা বলেছি দাওয়াগুলো দেখব।

"এটা তো আমাদের বিষয় না, সিটি করপোরেশন যদি কোনো ফাঁকা জায়গা দেয় ওদেরকে, তবে ওরা বসবে। যেহেতু এতে জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হয় তাই রাস্তায় হকার বসতে দেওয়ার ব্যাপারে আপাতত আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।”

হকার্স ইউনিয়নের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।