পুরান ঢাকায় হকারদের বিক্ষোভ

পুরান ঢাকার উচ্ছেদ হওয়া হকারদের বসতে দেওয়ার দাবি জানিয়েছে হকার্স ইউনিয়ন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 02:01 PM
Updated : 18 Sept 2019, 02:01 PM

বুধবার দুপুরে বাহাদুর শাহ পার্কে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।

তারা হকার ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালা প্রণয়ন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা, হকারদের উপর দমন-পীড়ন নির্যাতন বন্ধ করা, হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, জাতীয় বাজেটে হকারদের জন্য বরাদ্দ রাখার দাবি জানান।

সমাবেশে হকার্স ইউনিয়নের নেতারা জানান, এসব দাবি নিয়ে আগামী সোমবার লালবাগের পুলিশ উপকমিশনারের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

প্রশাসন দাবিগুলো মেনে না নিলে সোমবার থেকে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তারা।

পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত হকারদের বসতে দিতে প্রশাসনকে চার দিনের সময় বেঁধে দিয়ে হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির সমাবেশে বলেন, “কাউন্সিলর, সাংসদ, পুলিশ কমিশনারসহ সবার কাছে আমরা ধরনা দিয়েছি। উচ্ছেদের বিষয়ে জানিয়েছি। আমাদের পুনর্বহালের জন্য আবেদন করেছি। কিন্তু কাউন্সিলর বলেন এমপির কথা, এমপি বলেন ডিসির কথা, ডিসি বলেন কমিশনারের কথা।

“আমাদের মুড়ির মতো আর ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। এখন আমরা মুড়ির সাথে গুঁড় লাগিয়ে নিয়েছি। যতদিন পর্যন্ত আমরা এখানে বসতে পারব না, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

সমাবেশ শেষে তারা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।