জ্যেষ্ঠ সচিব হলেন আসিফ-উজ-জামান

পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আসিফ-উজ-জামানকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 09:40 AM
Updated : 12 Feb 2019, 09:40 AM
এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতির পর আগের দপ্তরেই তাকে পদায়ন করা হয়েছে।

১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আসিফ ২০১৬ সালের ৩০ অগাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ২৩ এপ্রিল সচিব পদে পদোন্নতি পান তিনি।

পরে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। এই পদটি সচিব পদমর্যাদার।

আসিফকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই তাদের অবস্থান।

২০১২ সালের ৯ জানুয়ারি সরকার প্রথমবারের মত জ্যেষ্ঠ সচিব পদ চালু করে।