প্রশ্নপত্রে ত্রুটি: যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল

প্রশ্নপত্রে ত্রুটির কারণে এসএসসিতে যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকও যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 05:57 AM
Updated : 12 Feb 2019, 06:05 AM

মঙ্গলবার সকাল ১০টায় আইসিটি বিষয়ের পরীক্ষা শুরুর পর ত্রুটির বিষয়টি ধরা পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের যে প্রশ্নপত্র হলে দেওয়া হয়েছে, তার এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটি থেকে হলেও অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন থেকে।

“ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা বুধবার। বিজি প্রেসের ভুলে এই জটিলতা তৈরি হয়েছে।”

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র জানান, আইসিটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।