সিইউবিতে ব্যাংক খাত বিষয়ক সেমিনার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) ‘ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 02:58 PM
Updated : 22 Sept 2018, 02:58 PM

শনিবার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এই সেমিনার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেমিনারে মূল বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস, স্কুল অব বিজনেসের ভার্চুয়াল ডিন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।

তিনি ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তির ফলে কিভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তা ব্যাখ্যা করেন।

এছাড়াও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে আর্থিক ভর্তুকি, মাইক্রো ফিন্যান্স, ভর্তুকির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিইউবির স্কুল অব বিজনেসের ডিন উইলিয়াম এইচ ডরেঞ্জার। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিজনেস স্কুলের হেড এস এম আরিফুজ্জামান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউবির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আসাদুজ্জামান সুবহানি, ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্জামান হৃদয়, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম চেয়ারম্যান এম মামুন আল বশীর ও ইন্টারন্যাশনাল রিলেশন্স ম্যানেজার আলী শাখাওয়াত আকন্দ।