হাঁটতে পারছেন মেনন

অস্ত্রোপচারের সাত দিন পর ওয়াকারে ভর দিয়ে হাঁটতে পারছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2018, 05:29 PM
Updated : 17 July 2018, 05:29 PM

স্কয়ার হাসপাতালের বারান্দায় মঙ্গলবার বিকালে ওয়াকারে ভর দিয়ে মন্ত্রী কয়েক মিনিট হেঁটেছেন বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন।

তিনি বলেন, “এসময় মন্ত্রী জানান, তিনি সুস্থতার পথে। মন্ত্রীর ছেলে আনীক রাশেদ খান তার সঙ্গে ছিলেন।”

গত ৫ জুলাই রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসার সামনে প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে ‘হিপ জয়েন্টের হাড় ভেঙে’ হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

রক্তচাপ নিয়ন্ত্রণে এনে গত ১০ জুলাই মন্ত্রীর হিপ জয়েন্টে অস্ত্রোপচার করেন ভারতের চিকিৎসক অধ্যাপক ভিনু ম্যাথুইজের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান মেনন। চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিসভায় রদবদলে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

আরও খবর-