‘হাড় ভেঙে’ সমাজকল্যাণমন্ত্রী মেনন হাসপাতালে

প্রাতঃভ্রমণের সময় পিছলে পড়ে ‘হিপ জয়েন্টের হাড় ভেঙে’ হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 07:01 AM
Updated : 5 July 2018, 07:01 AM

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসার সামনে এই ঘটনা ঘটে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, মন্ত্রীর বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে যাওয়ায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করার কথা বলেছেন।

“আগামী দুই তিন দিনের মধ্যে মন্ত্রীর সার্জারি করা হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।”

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিসভায় রদবদলে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেলে ২০১৬ সালের ১৯ জুন থেকে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদই ওই দায়িত্ব সামলাচ্ছিলেন।

মেনন মন্ত্রী হয়ে এ মন্ত্রণালয়ে আসার পর এখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।