কিশোরগঞ্জের ব্যবসায়ী আব্দুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আব্দুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 03:35 PM
Updated : 20 April 2018, 03:35 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদিকদেরন জানান, শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুল করিম। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “মরহুম আব্দুল করিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। তার মালিকানাধীন কিশোরগঞ্জের নিরালা হোটেলে স্বাধীনতাকামী ছাত্র-জনতার মিলনস্থল ছিল। তিনি সবসময় মুক্তিকামী জনতার সাহায্যে এগিয়ে আসতেন।”

রাষ্ট্রপতি আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।